সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এর মূল কার্যক্রম শুরু করে ২০০৫ সাল থেকে। সরকারিভাবে নতুন স্থাপিত ৩টি প্রশিক্ষণ কলেজ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট, এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর-রে মধ্যে এটি অন্যতম। ৩ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এ কলেজে রয়েছে একটি একাডেমিক ভবন,২টি হোস্টেল, অধ্যক্ষ মহোদয়ের বাসভবন এবং একটি হোস্টেল সুপারের জন্য বাসভবন। ২০০৫ সালে বিএড প্রশিক্ষণের জন্য এর আসন ছিল ৩৫০টি এবং এখনও এটি বিদ্যমান রয়েছে। পাশাপাশি ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। এর মধ্যে FSSAP, TQI, LSBE, WASH in School, Autism and Neuro Developmental Disability, ICT ইত্যাদি প্রযেক্টের মাধ্যমে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কার্যক্রম এ কলেজে পরিচালিত হয়ে আসছে। গত অর্থ বছরে এ প্রকল্পের আওতায় প্রায় ৩০০০ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে এ কলেজে বিসিএস( সাধারণ শিক্ষার ) ২৮টি পদ আছে। ২০১৭ শিক্ষা বর্ষে এ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি এড( অনার্স) এবং এম এড প্রোগ্রাম চালু রয়েছে। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এড. এবং এম.এড. প্রোগ্রাম চলমান আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS